বাঘাইছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ
আপলোড সময় :
০৮-০৬-২০২৪ ১০:৪২:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৬-২০২৪ ১০:১০:০০ অপরাহ্ন
সংগৃহীত
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ও সাজেকের বাঘাহাটে নির্বাচনী এজেন্টদের হুমকির প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
শনিবার ভোর ৬টা থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলাকালে বাঘাইহাট-সাজেক সড়কে অবরোধ সমর্থনকারী টায়ার জ্বালিয়ে পথ অবরোধ সৃষ্টি করে। মাচলং নির্বাচন পরিচালনা কমিটি এ সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে। এ কর্মসূচিতে পূর্ণসমর্থন দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বাঘাইছড়ি উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবরোধ চলাকালে এখনও পর্ষন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, সাজেক পর্যটন কেন্দ্রে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
আগামীকাল রোববার বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে পাহাড়ের আঞ্চলিক দল থেকে দুজন চেয়ারম্যান প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তৃতীয় ধাপের গত ২৯ মে এ উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স