ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ঈদে আসছে সপ্নীল রাজের উতলা হাওয়া

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ০৬:৩৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ০৬:৩৪:১৬ অপরাহ্ন
ঈদে আসছে সপ্নীল রাজের উতলা হাওয়া
বিনোদন ডেস্কঃ-
ঈদুল আজহা উপলক্ষে কন্ঠশিল্পী সপ্নীল রাজের কন্ঠে আসছে চমৎকার মৌলিক গান। গানটির শিরোনাম উতলা হাওয়া। গানটি সপ্নীল রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
 
গানটি লিখেছেন লন্ডন প্রবাসী রকিব আলী ও 
সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন সাকিবুল হাসান সুজন।
 
গানটির মিউজিক ভিডিওতে প্রথমবারের মত শিল্পী নিজেই মডেল হয়েছেন এবং তার সাথে মডেল হিসেবে ছিলেন মহিমা চৌধুরী।
 
সম্প্রতি কক্সবাজারের চমৎকার লোকেশনে গানটির শুটিং শেষ হয়েছে, মিউজিক ভিডিওটির পরিচালনায় ছিলেন শিমুল চৌধুরী।
 
ক্যামেরায় ছিলেন এস এম তুষার ও রূপসজ্জায় ছিলেন মির্জা।
 
জানতে চাইলে কন্ঠশিল্পী সপ্নীল রাজ বলেন, গানটি সবমিলিয়ে অসাধারণ হয়েছে,রকিব আলী ভাই গানটি দারুন লিখেছেন ও সুর সংগীতে ছিল নতুনত্ব,আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ