ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নেপালের পশ্চিমাঞ্চলে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প,১২৮ জনের প্রাণহানি ১৪১ জন আহত!

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১১-২০২৩ ১১:১৮:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৩ ১২:১৩:৫০ অপরাহ্ন
নেপালের পশ্চিমাঞ্চলে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প,১২৮ জনের  প্রাণহানি ১৪১ জন আহত! ছবিঃসংগৃহীত

দক্ষিণ এশিয়ার ভূমিকম্পপ্রবণ দেশ নেপালের পশ্চিমাঞ্চলে শুক্রবার রাতে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পে ১২৮ জনের মতো মানুষের প্রাণহানি ও ১৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

রাষ্ট্রীয় ভূমিকম্পবিষয়ক সংস্থা ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, উৎপত্তিস্থল জাজারকোট জেলায় গতকাল রাত ১১টা ৪৭ মিনিটে ভূকম্পন হয়।

জাজারকোট জেলা পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট সন্তোষ রোকা জানান, শুক্রবার রাত তিনটা নাগাদ পাওয়া প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় জাজারকোট ও ওয়েস্ট রুকুম জেলার। শুধু জাজারকোটেই প্রাণ যায় ৪৪ জনের।

সন্তোষ আরও জানান, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সারিতা সিংও।

জাজারকোটে ৫৫ জনের বেশি মানুষের আহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের মধ্যে পাঁচজনকে সুরক্ষেতের কর্নালি প্রাদেশিক হাসপাতালে নেয়া হয়। আহত অন্য ব্যক্তিদের জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ওয়েস্ট রুকুম জেলা পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট নমরাজ ভট্টরাই জানান, প্রাথমিক ডেটা অনুযায়ী, ওয়েস্ট রুকুমে প্রাণহানির সংখ্যা ৩৬।


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ