মেসির ফেরার ম্যাচে ডি মারিয়ার গোলে জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আপলোড সময় :
১০-০৬-২০২৪ ০৯:৫০:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-০৬-২০২৪ ০৯:৫০:০২ পূর্বাহ্ন
সংগৃহীত
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছে আর্জেন্টিনা। সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হয় দুদল। ম্যাচে ডি মারিয়ার একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তাকে মাঠে নামতে দেখা যায়। প্রথমার্ধের ৪০ তম মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত গোলে লিড পায় আর্জেন্টিনা। এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। একাধিক সুযোগ তৈরি হলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় আলভারেজ-মার্টিনেজরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। প্রতিপক্ষের গোল বারে ৯টি শট নিয়েছে তারা।
উল্লেখ্য, আগামী ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হবে ৪৮ তম কোপা আমেরিকা। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়াসহ কন্ডিশনের সাথে মানিতে নিতে যুক্তরাষ্ট্রে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে আলবিসেলেস্তেরা। কোপায় আর্জেন্টিনার গ্রুপে রয়েছে চিলি, কানাডা ও পেরু।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স