ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাইবান্ধায় কচুরিপানার নিচে মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ

আপলোড সময় : ১০-০৬-২০২৪ ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৪ ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন
গাইবান্ধায় কচুরিপানার নিচে মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর কচুরিপানার নিচ থেকে আসাদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী ব্রিজের নিচ থেকে মরদহটি উদ্ধার করা হয়।

আসাদুল ইসলাম জেলার পলাশবাড়ী উপজেলার আমবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি তার দ্বিতীয় স্ত্রী বেলা রাণীর সঙ্গে চকনদী গ্রামে বসবাস করতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, গত শনিবার (৮ জুন) বিকেল থেকে আসাদুলের ফোন বন্ধ পান স্ত্রী বেলা রাণী। পরে প্রথম স্ত্রী ফাতেমা বেগমের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার বিকেলে চকনদী ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে আসাদুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। কারও সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ