ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী: রিজভী

আপলোড সময় : ১৩-০৬-২০২৪ ০২:১১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৬-২০২৪ ০২:১১:১০ অপরাহ্ন
ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী: রিজভী সংগৃহীত
একদলীয় ফ্যাসিবাদী শাসনে বিরোধীদলের নেতা-কর্মীদের টিকে থাকা কঠিন হয়ে দাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

সরকার দেশের অর্থনৈতিক কাঠামো নষ্ট করে দিয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, গুম, খুন আর বিচারবহির্ভূত হত্যা থেকে কেউ রেহাই পাচ্ছে না। আওয়ামী শাসকগোষ্ঠী আজ খ্যাপা ঐরাবতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, হুমকি-ধামকি দিয়ে বিএনপিকে স্তব্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে না আসবে ততদিন পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ