ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বন্দরনগরী ছাড়ছেন কর্মজীবীরা, রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

আপলোড সময় : ১৩-০৬-২০২৪ ০২:১৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৬-২০২৪ ০২:১৪:০৩ অপরাহ্ন
বন্দরনগরী ছাড়ছেন কর্মজীবীরা, রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় সংগৃহীত
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে বন্দর নগরী চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। ট্রেনে করে বাড়ি ফিরতে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশনে ভিড় করেন শত শত ঘরমুখো মানুষ।

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে চট্টগ্রাম স্টেশন থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যায় সব ট্রেন। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। তবে বেশ কিছু যাত্রী অনলাইনে টিকিট কাটতে বিড়ম্বনার স্বীকার হয়ছেন। তাদের দাবি, অনলাইনে শতভাগ টিকিট দেয়ার কথা বললেও আদৌতে পাওয়া যায় না।

ঈদুল আজহা উপলক্ষ্যে এবার, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কক্সবাজার রুটে ৩টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেটসহ বিভিন্ন রুটে ১১টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাচ্ছে প্রতিদিন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ