৪০ রানে অলআউট উগান্ডা
আপলোড সময় :
১৫-০৬-২০২৪ ১০:১৮:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৬-২০২৪ ১০:১৮:৩২ পূর্বাহ্ন
সংগৃহীত
নিউজিল্যান্ডের বোলিং তোপে ১৮ দশমিক ২ ওভারে মাত্র ৪০ রানে অলআউট হয়ে গেছে উগান্ডা। দলটির পক্ষে দুই অংকের ঘরে পৌঁছায় মাত্র একজন ব্যাটার। তিনি করেছেন ১১ রান! অন্যদিকে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দেন রাচীন রবীন্দ্র। ৩ ওভারে খরচ করেছেন মাত্র ৯ রান! ফলে রান দানে কোনো কিউই বোলারকে দুই অংকের ঘর পেরুতে হয়নি।
এর আগে চলতি বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়ে টি-২০ বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়েন তারা। আজ শনিবার (১৫ জুন) ত্রিনিদাদে নিউজিল্যান্ডের বিপক্ষেও লজ্জার স্কোর গড়লো উগান্ডা। বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় অল্প রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এটি, অর্থাৎ দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ বলে দুই চারে কেনেথ ওয়াইসওয়া ১১ রান করেন। ৪ ব্যাটার শূন্য রানে মাঠ ছাড়েন। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও রাচীন রবীন্দ্র।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স