তৃতীয় দফায় ডাকা বিএনপির অবরোধে খাগড়াছড়িতে বিভিন্ন সড়কে পিকেটিং করেছে নেতা-কর্মীরা।
পিকেটিংয়ের সময় বুধবার সকাল সোয়া ১০টার দিকে জেলার মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল থেকে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস।
ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ ও পণ্যবাহী কয়েকটি ট্রাক ভোরে পুলিশ প্রহরায় শহরে ঢুকেছে বলে জানা যায়।
এ ছাড়া অভ্যন্তরীণ সড়কে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যানসহ সীমিত সংখ্যক যান চলাচলের খবর পাওয়া গেছে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘
সকালের দিকে ফাইভ স্টার এসপ্রেস সার্ভিসের একটি কার্ভাড ভ্যান মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে মাটিরাঙ্গার সাপমারা এলাকায়
দুষ্কৃতকারীরা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিলে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।
ওই সময় গাড়িতে থাকা মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।’