উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে পুতিন
আপলোড সময় :
২০-০৬-২০২৪ ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৬-২০২৪ ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন
সংগৃহীত
উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সফরে বৃহস্পতিবার (২০ জুন) ভোররাতে হ্যানয়ে পৌঁছান তিনি।
এ সময় বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। অভ্যর্থনা জানান ভিয়েতনামের ডেপুটি প্রধানমন্ত্রী ত্রান হং হা এবং কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিকরা।
এ নিয়ে পঞ্চমবারের মতো ভিয়েতনাম সফরে গেলেন পুতিন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট তু লাম, প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি প্রধানের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও আলোচনা করবেন বাণিজ্য, আঞ্চলিক রাজনীতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে।
উল্লেখ্য, গত মে মাসে ৫ম মেয়াদে দায়িত্বগ্রহণের পর এটি পুতিনের তৃতীয় বিদেশ সফর। এর আগে, বুধবার বহুল আলোচিত উত্তর কোরিয়া সফরে যান পুতিন। গার্ড অব অনারসহ জমকালো সংবর্ধনা দেয়া হয় তাকে। দুপক্ষের কৌশলগত নিরাপত্তা বিষয়ক চুক্তি হয় বলেও জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স