ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

অবশেষে মুখ খুললেন ইধিকা পাল।

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১১-২০২৩ ১০:১৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৩ ০৮:৩৩:১০ অপরাহ্ন
অবশেষে মুখ খুললেন ইধিকা পাল। ছবি:সংগৃহীত

দীর্ঘ দিন পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের চেনা গণ্ডিতে ফিরতে চলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।


অবশ্য ‘প্রিয়তমা’ নিয়েও নির্মাতা হিমেল আশরাফের চিন্তাভাবনা আজকের নয়, বহু দিনের পরিকল্পনার ফসল এই সিনেমা অবশেষে শুটিং ফ্লোরে গড়াল।
এতে শাকিবের বিপরীতে ‘প্রিয়তমা’র চরিত্রে ধরা দেবেন ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় মুখ ইধিকা পাল।
 

এত দিন পর্যন্ত সিনেমাটি নিয়ে মুখে কুলুপ আঁটলেও অবশেষে মুখ খুললেন ইধিকা পাল। জানালেন, কীভাবে সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন তিনি।
আনন্দবাজার অনলাইনকে ইধিকা বলেন, ‘এই ছবিতে অভিনয়ের সুযোগটা হঠাৎই এসেছে আমার কাছে।
শাকিবের টিমের পক্ষ থেকে যোগাযোগ করেছিল আমার সঙ্গে। গল্প শুনে ভালো লাগল তাই হ্যাঁ করে দিলাম।’

তবে কি তাকে আর বাংলা সিরিয়ালে দেখা যাবে না? এমন প্রশ্নের উত্তরে ইধিকা বলেন, ‘সিরিয়াল দিয়ে আমার ক্যারিয়ার শুরু। ছোট পর্দাকে ভুলি কীভাবে?
আমায় পরিচিতি দিয়েছে সিরিয়াল। ভালো সুযোগ, ভালো চরিত্র এলে অবশ্যই সিরিয়াল করব।’ তবে চমক রেখে এও বললেন, ‘প্রথমেই যে বাংলাদেশের ছবির দিকে মন দিয়েছি এমনটা নয়। আরও কিছু কাজ করেছি কলকাতায়, সেটা এখনই বলা যাবে না।’

শাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ-বিতর্ক থাকলেও সেদিকে মন দিতে নারাজ নায়িকা। তার পুরো ধ্যানজ্ঞান এখন ‘প্রিয়তমা’কে ঘিরে। নিজের চরিত্রে পুরোপুরি ডুবে যেতে চান ইধিকা।

জানা গেছে, ইতোমধ্যে বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন তিনি। ১০ মে বাংলাদেশে আসবেন এবং ১১ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী। শাকিব খান শুটিংয়ে অংশ নেবেন ৮ মে থেকে।

প্রসঙ্গত, ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ