ইংলিশদের হারিয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা
আপলোড সময় :
২২-০৬-২০২৪ ১০:২৯:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৬-২০২৪ ১০:২৯:০৭ পূর্বাহ্ন
সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬৩ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে নির্ধারিত ওভার শেষে ১৫৬ রানে থামে ইংলিশদের ইনিংস।
নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংলিশরা। দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যক্তিগত ১১ রানে রেজা হেন্ড্রিক্সের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন ওপেনার ফিল সল্ট। ক্রিজে আসেন নতুন ব্যাটার জনি বেয়ারস্টো। ১৬ রান করে কেশব মহারাজের বলে নর্টজের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনিও। ততক্ষণে পাওয়ারপ্লে’ও শেষ। কেশব মহারাজের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার জস বাটলার। মঈন আলীকে বার্টম্যান ফিরিয়ে দিলে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে থ্রি লায়ন্সরা।
এরপর লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক। ব্রুক খেলেন ৩৭ বলে ৫৩ রানের এক কার্যকারী ইনিংস। অপরদিকে লিভিংস্টোনের ১৭ বলে ঝড়ো ৩৩ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে পৌঁছাতে সক্ষম হয় ইংলিশরা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট তুলে নেন রাবাদা ও কেশব। ১টি করে উইকেট পান বার্টম্যান ও নর্টজে।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। দুর্দান্ত ওপেনিং জুটিতে ৮৬ রান তোলেন রেজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডি কক। ব্যক্তিগত ১৯ রানে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার রেজা। এরপরেই ছন্দপতন প্রোটিয়া শিবিরে। একে একে বিদায় নেন ডি কক, ক্লাসেন, মার্করাম।
১১৩ রানে ৪ উইকেট হারিয়ে দারুন শুরুর সেই রেশ হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ৬৫ রানে আর্চারের বলে বাটলারের তালুবন্দি হন ডি কক। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ক্লাসেন, মার্করামকে ফেরান আদিল রশিদ। এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন ডেভিড মিলার। ৪৩ রান করে আর্চারের বলে প্যাভিলিয়নে ফেরেন মিলার। স্টাবস অপরাজিত থাকেন ১২ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৬৩ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।
উল্লেখ্য, রোববার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। পরদিন ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স