ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

অভিনেতা-পরিচালকদের কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন ইশা

আপলোড সময় : ২২-০৬-২০২৪ ১০:৪১:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৪ ১০:৪১:৩১ পূর্বাহ্ন
অভিনেতা-পরিচালকদের কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন ইশা সংগৃহীত
চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের শুরুতে নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় নায়িকাদের। ব্যতিক্রম নন ভারতীয় অভিনেত্রী ইশা কোপিকারও। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ইশার ক্যারিয়ারের যাত্রাটা মোটেও মসৃণ ছিল না।

অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনেতারা যেমন কুপ্রস্তাব দিয়েছেন, তেমনি অনেক নির্মাতাও আপত্তিকরভাবে তার শরীর স্পর্শ করেছেন বলে অভিযোগ তার।

সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইশা। অভিনেত্রী বলেন, অভিনয় জীবনের শুরুতে প্রতিবন্ধকতায় পড়ে আমার সময়ের অনেক অভিনেত্রী ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন। খুব কম মেয়ে রয়েছেন, যারা হাল ছাড়েননি। হাল না ছাড়ার তালিকা খুবই ছোট। তবে তাদের মধ্যে আমি একজন।

তিনি বলেন, আমার বয়স যখন ১৮ তখন একজন অভিনেতার ব্যক্তিগত সহকারী ও একজন অভিনেতা আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তারা বলেছিলেন, যদি কাজ করতে চাও তবে অভিনেতাদের সঙ্গে ‘ফ্রেন্ডলি’ হতে হবে। আমি খুবই ‘ফ্রেন্ডলি’ মানুষ। কিন্তু তারা ‘ফ্রেন্ডলি’ দিয়ে কি বোঝাতে চেয়েছেন? সেটা তারাই ভালো জানেন।

শুধু তাই নয়, অভিনেতার ব্যক্তিগত সহকারী ও পরিচালকরা আপত্তিকরভাবে আমার শরীর স্পর্শ করতেন উল্লেখ করে ইশা বলেন, তারা কেবল আপত্তিকরভাবে স্পর্শই করতেন না, বরং হাত চেপে ধরে বলতেন, ‘নায়কদের সঙ্গে ‘ফ্রেন্ডলি’ সম্পর্ক তৈরি করতে হবে।

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন ইশা। ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ইশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আয়ালান’। চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় তেলেগু ভাষার এ সিনেমাটি। এরপর আর কোনো সিনেমার কাজ হাতে নেননি তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ