ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজে হামলা করলো হুতি

আপলোড সময় : ২৩-০৬-২০২৪ ০১:২৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৪ ০১:২৩:৩০ অপরাহ্ন
ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজে হামলা করলো হুতি সংগৃহীত
এবার ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা জাহাজে হামলার দাবি করলো হুতিরা। রোববার সকালে, এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জানান, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকে’র সাথে যৌথ অভিযান চালিয়েছে তারা।

ইয়াহিয়া সারে বলেন, ইসরায়েলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাংকার ও কার্গো জাহাজ। তার দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী- ইউএসএস আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজও। এছাড়া আরও দু’টি বাণিজ্যিক জাহাজে হয়েছে ড্রোন হামলা।

হুতির দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের বন্দরে প্রবেশ করায় হামলার শিকার হয়েছে জাহাজগুলো। অভিযান সফল হয়েছে- এমনটাও তাদের দাবি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে, গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং আশপাশের এলাকায় ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করে হুতিরা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ