ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আবুধাবিতে কাতারের আমির ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির বৈঠক

আপলোড সময় : ১০-১১-২০২৩ ০১:২০:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৩ ০১:৩৭:০৪ পূর্বাহ্ন
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আবুধাবিতে কাতারের আমির ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির বৈঠক ছবি:সংগৃহীত (কাতার পেনেসুয়েলা)
বৃহস্পতিবার ৯ নভেম্বর আবুধাবির বিচ প্যালেসে কাতারের আমীর ও
সংযুক্ত আরব আমিরাতের  রাষ্ট্রপতি এক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় এবং বর্তমান ইস্যু নিয়ে 
বিশেষ করে ইসরাইল ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

কাতারেরে আমির এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানি এবং,সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, 
এইচ এইচ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তাদের সমর্থন
ও সুসম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।এবং ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের উত্তেজনা কমিয়ে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে 
ফিলিস্তিনে ত্রান সহায়তা করার বিষয়ে আলোচনা করেন দুইদেশের রাষ্ট্র প্রধান।

আলোচনায় উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি,
কাতারের আমিরি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার (লেখউইয়া)শেখ খলিফা বিন হামাদ আল থানি।
দিওয়ান মহামান্য শেখ সৌদ বিন আব্দুর রহমান আল থানি, এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খলাইফি
এবং তাদের কয়েকজন মহামান্য, এইচএইচ আমীরের সাথে সরকারী প্রতিনিধি দলের সদস্য।


সংযুক্ত আরব আমিরাতের পক্ষে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এইচএইচ শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ান,
উপ-প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আদালতের প্রধান, আবুধাবির এইচএইচ ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, এইচএইচ।
আবুধাবির ডেপুটি শাসক শেখ হাজ্জা বিন জায়েদ আল-নাহিয়ান, আবুধাবির এইচএইচ ডেপুটি শাসক শেখ তাহনউন বিন জায়েদ আল-নাহিয়ান,
আল ধাফরা অঞ্চলের এইচএইচ শাসকদের প্রতিনিধি শেখ হামদান বিন জায়েদ আল-নাহিয়ান, এইচএইচ শেখ হামেদ বিন জায়েদ আল- নাহিয়ান,
এইচএইচ পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান, এইচএইচ শেখ খালিদ বিন জায়েদ আল নাহিয়ান,
যিনি জায়েদ উচ্চতর সংস্থা ফর পিপল অফ ডিটারমিনেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং তাদের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সময় তারা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির আয়োজিত এক নৈশভোজে যোগদান করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ