মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে যুবক আহত
আপলোড সময় :
২৫-০৬-২০২৪ ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৬-২০২৪ ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন
সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হেলাল মিয়া (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে একটি বিলের জমিতে এ ঘটনা ঘটে। আহত হেলাল ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনরা জানান, বিকেলে হেলাল মাছ ধরতে বাড়ির পাশে একটি বিলের জমিতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তার পা কামড়ে ধরে। পরে হেলাল সাপটিকে ছাড়িয়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে ঘরের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবিদ হাসান বলেন, ‘বিষাক্ত সাপে কাটা রোগীকে হাসাপাতালে আনার পর তার শরীরে এন্টিভেনম পুশ করা হয়। এতে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আসে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।’
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স