ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বিরোধী দলীয় নেতা হলেন রাহুল গান্ধি

আপলোড সময় : ২৬-০৬-২০২৪ ০২:৪২:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৪ ০২:৪২:৩২ অপরাহ্ন
বিরোধী দলীয় নেতা হলেন রাহুল গান্ধি সংগৃহীত
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১০ বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা পেলো ভারতের লোকসভা। আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধির নাম। এতে দীর্ঘ এক দশক পর পদটিতে বসছেন কোনো নেতা। জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইনডিয়া’ জোটের সর্বসম্মতিতে মঙ্গলবার (২৫ জুন) রাতে আসে এই ঘোষণা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এমন কথাই জানিয়েছেন।

এর আগে, গত শনিবার (২২ জুন) দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেয়া হয়। ‘ইনডিয়া’ জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

ভারতীয় সংবিধান অনুসারে, কোনো একক দল লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ১০ শতাংশ আসনে জয় পেলে বিরোধী দলীয় নেতার পদ দাবি করতে পারে। কিন্তু ২০১৪ সাল থেকে দুই মেয়াদে কোনো বিরোধী দলই পায়নি ৫৪ আসনের দখল। তাই বিরোধী নেতাশুন্য ছিল ভারতের লোকসভা। এবার কংগ্রেস ৯৯ আসন পাওয়ায় ঘুঁচলো সেই দুর্দশা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ