ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ছাদ ফুটো করে বগুড়া জেলা কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়ন, পরে আটক

আপলোড সময় : ২৬-০৬-২০২৪ ০২:৪৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৪ ০২:৪৫:৩০ অপরাহ্ন
ছাদ ফুটো করে বগুড়া জেলা কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়ন, পরে আটক সংগৃহীত
বগুড়া জেলা কারাগার থেকে গতকাল গভীর রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে পালিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আটক করা হয়।

আটকের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রসাশক সাইফুল ইসলাম। 

পালিয়ে যাওয়া আসামিরা হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম (৬৮), নরসিংদীর মো. আমির হামজা (৪১), বগুড়ার মো. জাকারিয়া (৩৪), মো. ফরিদ শেখ (৩০)।  

প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর তাদের গ্রেফতার করে গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। 

৬ সদস্যের তদন্ত কমিটি
চার আসামি পালানোর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ