এক রাতে সুরমার পানি বেড়েছে ৩১ সেন্টিমিটার, বিপৎসীমা ছুঁই ছুঁই
আপলোড সময় :
০১-০৭-২০২৪ ১১:১৬:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৪ ১১:১৬:০২ পূর্বাহ্ন
সংগৃহীত
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এক রাতে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে সুরমার পানি। বৃদ্ধি পেয়েছে সীমান্ত নদী যাদুকাটাসহ অন্যান্য নদ নদীর পানি। ঢলের পানিতে সড়ক ডুবে বন্ধ আছে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ। বৃষ্টিপাত ও ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা আছে।
পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ ওয়াটার রিডিং অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ৪৬ সেন্টিমিটার বেড়ে ৭ দশমিক ৬৯ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আরও বৃষ্টিপাতের পূর্ভাবাস রয়েছে। বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করবে। স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স