ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আবারও অস্থির চালের বাজার, ঈদের পর বেড়েছে কেজিতে ২-৩ টাকা

আপলোড সময় : ০১-০৭-২০২৪ ১১:১৬:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৪ ১১:১৬:৪১ পূর্বাহ্ন
আবারও অস্থির চালের বাজার, ঈদের পর বেড়েছে কেজিতে ২-৩ টাকা সংগৃহীত
চালের বাজার আবারও অস্থির হয়ে উঠছে। ক্রেতাদের দাবি, নজরদারি না থাকায়, বেপরোয়া হয়ে উঠছে সিন্ডিকেট। দাম বাড়ানোর যৌক্তিক বাখ্যা না থাকলেও, একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন, দোকানী-পাইকাররা। এরই মধ্যে আভাস মিলছে, বাজারে ধানের যোগান বাড়লে দাম কমবে চালের।

চালের যোগান বাড়লেও দামের ঊর্ধ্বমুখী প্রবণতার লাগাম টানা যায়নি। ঈদের পর মান ও দোকান ভেদে দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা।

প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭২ টাকায়। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ৫৮ টাকায় বিক্রি হচ্ছে, বিআর ২৮। দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

রাজধানীর আড়তদারদের অভিযোগ মিল গেটেই দাম বাড়ানো হচ্ছে। পরিবহণ ও উৎপাদন খরচ বাড়ার প্রভাব পড়েছে খুচরা দোকানে।

পাইকার ও আড়তদারদের অভিযোগ মানছেন না মিলাররা। তারা বলছেন, বাজার এখন স্থিতিশীল আছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ