ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পাকিস্তানে কারাগারের টয়লেট দিয়ে পালালো ৩ বন্দী

আপলোড সময় : ০৩-০৭-২০২৪ ১০:১৪:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৭-২০২৪ ১০:১৪:১৫ পূর্বাহ্ন
পাকিস্তানে কারাগারের টয়লেট দিয়ে পালালো ৩ বন্দী সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানের দুকি শহরের একটি জেল থেকে তিন বন্দী পালিয়ে গেছেন। মঙ্গলবার (২ জুলাই) ঘটে যাওয়া এ ঘটনার এর আগে গত রোববার আজাদ কাশ্মীরেরও একটি কারাগার থেকে ১৯ কয়েদি পালিয়ে যান। তাদের মধ্যে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জন আসামি ছিলেন। এক প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আসমাতুল্লাহ, আবদুল কবির ও মোহাম্মাদ সাদিক নামে ওই তিন বন্দী ডাকাতি ও খুনের অপরাধে জড়িত ছিলেন। ওই সাবজেলে বিচারাধীন ১৩ বন্দীকে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে তারা কারাগার চত্বরে থাকা টয়লেটে যান। এ সময় কৌশলে পালিয়ে যান তারা। তবে তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।

এ ঘটনায় পলাতক তিন বন্দীসহ কারাগারের ওয়ার্ডেন ও দুজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ