গাজায় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু
আপলোড সময় :
০৩-০৭-২০২৪ ১০:১৪:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৪ ১০:১৪:৫১ পূর্বাহ্ন
সংগৃহীত
গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে প্রাণ হারিয়েছে আরও দুই ইসরায়েলি সেনা। মঙ্গলবার (২ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
নিহত দুই সেনা হচ্ছেন, ইয়াল আভনিয়ন (২৫) ও নাদাভ নোলার (৩০)। এদের মধ্যে, নোলার অষ্টম রিভার্স বিগ্রেডের প্লাটুন সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। আর ইয়াল একই বিগ্রেডের ডেপুটি কমান্ডার হিসেবে ছিলেন।
গাজায় স্থল অভিযান শুরুর পর, এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩২২ ইহুদি সেনার। এছাড়া, ৭ অক্টোবরের পর প্রাণ গেছে দেশটির সামরিক বাহিনীর ৬৭৪ সদস্যের।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গত রবি থেকে সোম- এ দুইদিনে অন্তত ৪৪ সেনা আহত হয়েছে। এদের মধ্যে ১৪ জন গাজায় হামলার শিকার হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আহত হয়েছে ৪ হাজারের বেশি সেনা। স্থল অভিযানে হামলার স্বীকার হয়েছেন ২ হাজার ৩২ জন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স