১২ নভেম্বর কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১১-১১-২০২৩ ০৮:০৮:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৩ ০৮:১৯:২২ অপরাহ্ন
ছবি:উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজার প্রান্ত থেকে শনিবার দুপুরে প্রকল্পটি উদ্বোধন করেন সরকারপ্রধান।
পরে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে
ট্রেনে চড়ে রামু জংশনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক যুগ পরে নানা চড়াই-উতরাই পেরিয়ে আলোর মুখ দেখল এ প্রকল্প।
আজ উদ্বোধন হলেও চলতি বছরের ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে শুরু হবে ট্রেন চলাচল।
প্রধানমন্ত্রী বিকেলে মহেশখালীর টাউনশিপ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন।
চলতি বছরে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী পা রাখলেন সৈকতের শহর কক্সবাজারে।তাকে বরণে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স