ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গ্রামীণ চিকিৎসা সেবা উন্নত করার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ০৪-০৭-২০২৪ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৪ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গ্রামীণ চিকিৎসা সেবা উন্নত করার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী সংগৃহীত
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গ্রাম-গঞ্জের চিকিৎসা সেবা উন্নত করার বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে আইসিডিডিআরবি পরিচালিত ‘প্রারম্ভিক শৈশব উন্নয়ন কার্যক্রম’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের সব স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে সাবলম্বী করার তাগিদ দেন। প্রত্যন্ত অঞ্চলগুলোতে যথাযথ সেবা পেলে চিকিৎসার জন্য দূরদুরান্ত থেকে মানুষকে ঢাকায় আসতে হবে না বলেও জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, এমনটা হলে প্রান্তিক মানুষজন বাড়ির পাশেই স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসার সুযোগ পাবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। জানান, দেশবাসীর কল্যাণে আইসিডিডিআরবির সাথে সরকার যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ