পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমছে না সুনামগঞ্জবাসীর
আপলোড সময় :
০৪-০৭-২০২৪ ১১:১৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৭-২০২৪ ১১:১৩:৪৫ পূর্বাহ্ন
সংগৃহীত
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি থাকায় বিপাকে পড়েছেন জেলার ৩ লাখ মানুষ।
রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, মধ্যনগর, দোয়ারাবাজার ও শাল্লা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। ঘরবাড়ি প্লাবিত হওয়ায় আশ্রয় কেন্দ্রে ছুটছেন অনেকেই। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্য সংকট থাকায় বিপাকে রয়েছে পানিবন্দিরা।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটা আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও উজানের ঢল কম থাকায় নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমছে না সুনামগঞ্জবাসীর।
গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ৫ জুলাই পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স