ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

রাজধানীতে বিভিন্ন স্থানে পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১১-২০২৩ ১০:৪৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৩ ১২:৫০:৪২ পূর্বাহ্ন
রাজধানীতে বিভিন্ন স্থানে পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাতে ৮টার পর থেকে ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর কল্যাণপুর, আরামবাগ, মতিঝিলে ও যাত্রাবাড়িতে  চারটি বাসে আগুন দিয়েছে দুর্বিত্তরা।

ভিডিও নিউজ  https://youtu.be/8rQO75jb1Zw


জানা গেছে, শনিবার রাত ৮টা ২০ মিনিটে মতিঝিল নটরডেম কলেজের সামনে,সাড়ে ৮টার দিকে গাবতলী সংলগ্ন কল্যাণপুর বাসস্ট্যান্ডে,রাত ৯টায় মতিঝিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সামনেএবং সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও আশপাশের স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে রাত পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুনের খবরের পর পর ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, র‌্যাব ও সরকারের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে। প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন, অবরোধ আহ্বানকারীরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ