ব্রাজিলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন যাত্রী। আহতদের ইতাপেটিনিঙ্গা এবং পার্শ্ববর্তী শহর সোরোকাবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর রয়টার্সের।
গতকাল শুক্রবার (৫ জুলাই) দেশটির সাও পাওলো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, এদিন যাত্রীবাহী বাসটি একটি সেতুর পিলারে ধাক্কা দেয়। এতেই ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজ্যের রাজধানী সাও পাওলো থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে ইতাপেটিনিঙ্গা শহরের কাছে স্থানীয় সময় মধ্যরাতের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি ইতাপেভা অঞ্চল থেকে অ্যাপারেসিদা যাচ্ছিল।