ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পবিত্র আশুরা কবে জানা যাবে আজ

আপলোড সময় : ০৬-০৭-২০২৪ ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৪ ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন
পবিত্র আশুরা কবে জানা যাবে আজ সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে আজ। ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সভায় সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স  ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইফার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আজ শনিবার (৬ জুলাই) মহররম মাসের চাঁদ দেখা গেলে জিলহজ মাস ২৯ দিনের হবে এবং পরদিন রবিবার (৭ জুলাই) থেকে মহররম মাস শুরু হবে। সেক্ষেত্রে আগামী ১৬ জুলাই (মঙ্গলবার) পবিত্র আশুরা পালিত হবে। 

আর যদি আজ মহররমের চাঁদ দেখা না যায় তাহলে জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে সোমবার (৮ জুলাই) থেকে মহররম মাস শুরু হবে।

এ অবস্থায় আগামী ১৭ জুলাই (বুধবার) পবিত্র আশুরা হবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ