সাজা শেষে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
আপলোড সময় :
০৬-০৭-২০২৪ ১০:০৫:১০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৪ ১০:০৫:১০ পূর্বাহ্ন
সংগৃহীত
বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ১৯১ বন্দিকে সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
রাজ্যের অভিবাসন বিভাগ ৫ জুলাই এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য অ্যানফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স