গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা
আপলোড সময় :
০৭-০৭-২০২৪ ১০:১২:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৪ ১০:১২:৪১ পূর্বাহ্ন
সংগৃহীত
গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল।
গাজার সরকারি তথ্য দফতর জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল–জাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। প্রাণ গেছে অন্তত ১৬ জনের।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স