অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা স্টারমারের
আপলোড সময় :
০৭-০৭-২০২৪ ১০:১৪:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৪ ১০:১৪:১৯ পূর্বাহ্ন
সংগৃহীত
অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার এমন উদ্যোগকে বাতিল করেন তিনি। শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অভিবাসনপ্রত্যাশীরা যেন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ না করেন, সে জন্য এমন একটি উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। কিন্তু এটি কোনো কার্যকরী ব্যবস্থা হবে না বলে জানিয়েছেন স্টারমার।
স্টারমার এ ব্যাপারে বলেছেন, ‘শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে এটি কখনোই প্রতিবন্ধক ছিল না। আমি এ ধরনের বাজে কৌশল রাখব না, যেটি কোনো কাজে দেয় না।’
চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্কিত এই আইনটি পাস করা হয়। ওই সময় বলা হয় অভিবাসনপ্রত্যাশীদের জন্য রুয়ান্ডা একটি নিরাপদ দেশ হবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স