যে কারণে শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন শহিদ কাপুর
আপলোড সময় :
০৮-০৭-২০২৪ ১০:২৭:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৭-২০২৪ ১০:২৭:০৮ পূর্বাহ্ন
সংগৃহীত
বলিউডের সুখী দম্পতি শহিদ কাপুর ও মীরা রাজপুত। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়। মাঝে মধ্যেই বিভিন্ন সময়ের আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা। এবার নতুন চর্চায় শহিদ-মীরা।
বিয়ের এক বছর পরেই তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান মিশা। মেয়ে জন্ম নেওয়ার পরে প্রথম প্রতিক্রিয়া কী ছিল শহিদের?
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলে তিনি। অভিনেতা বলেছিলেন, ‘মেয়ে হয়েছে শুনেই মীরার বাবাকে ফোন করে বলি, ‘বাবা, বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো? করে থাকলে আমাকে ক্ষমা করবেন।’
মিশা হওয়ার পরেই শহিদের ভাবনায় আসে, আমার মেয়েরও এক দিন বিয়ে হয়ে যাবে। অভিনেতা আরও বলেন, কন্যাসন্তান হওয়ার অনুভূতি অসাধারণ। কিন্তু পাশাপাশি আগামী ৩০ বছরের ছবিও আমার চোখের সামনে ভেসে উঠেছিল।
মূলত বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন কি না, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিল শহিদের মনে। কারণ, তিনিও মেয়ের বাবা। তাই ভবিষ্যতে যদি তাকেও জামাই কোনোভাবে বিরক্ত করে! তাই আগেভাগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জুলাই গাঁটছড়া বাঁধেন শহিদ-মীরা। ইন্ডাস্ট্রির অন্দরে তাদের দাম্পত্য নিয়ে কখনও কোনো সমালোচনা হয়নি। বরং বারবার সুখী দাম্পত্যের নজির গড়েছেন তারা।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স