ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজীপুরে কারখানা ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে তুসুকা গ্রুপের মামলা

মোঃ রোকনুজ্জামান খান
আপলোড সময় : ১২-১১-২০২৩ ০৯:৫৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৩ ০৯:৫৯:১৩ অপরাহ্ন
গাজীপুরে কারখানা ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে তুসুকা গ্রুপের মামলা ছবি:ভয়েস প্রতিদিন
গাজীপুরে কারখানা ভাঙচুর ও হামালার ঘটনায় শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাতে তুসুকা গ্রুপের এডমিন আবু সাঈদ বাদী হয়ে কোনাবাড়ী থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছেন।
 
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয় উল্লেখ করা হয়েছে।
 
এর আগে, শ্রমিক বিক্ষোভ, কারখানায় অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় কোনাবাড়ী থানায় একাধিক মামলা হয়েছে। এসব মামলার আসামি সংখ্যা ১০ হাজারের বেশি। মামলার পর থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা গ্রেপ্তার আতঙ্কে আছেন।
 
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর গাজীপুরে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। পরে মজুরি বোর্ডে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা দিলে সেটা প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত ছিল। শ্রমিক আন্দোলনে এখন পর্যন্ত ১২৩টি কারখানায় ভাঙচুর হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ২২টি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ