মিশরের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ড. হাছান মাহমুদ
আপলোড সময় :
০৯-০৭-২০২৪ ০৯:১৭:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৭-২০২৪ ০৯:১৭:০৯ পূর্বাহ্ন
সংগৃহীত
মিশরের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেল-আতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠানো এক চিঠিতে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের সবার জন্য শান্তি, উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্য অর্জনে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
গত বুধবার (৩ জুলাই) মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসি মন্ত্রিপরিষদে ডঃ বদর আবদেল-আতিকে নিয়োগ দেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন, পররাষ্ট্র, অভিবাসন ও প্রবাসী বিষয়ক মন্ত্রী হিসাবে আপনার নিয়োগের জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, পর্যটন, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আমাদের দুই দেশের ঐতিহ্যগত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমি আনন্দিত।
চিঠিতে ড. হাছান মাহমুদ বলেন, আমি আমাদের দুই মন্ত্রণালয়ের মধ্যে পারস্পারিক সহযোগিতার প্রশংসা করি। কারণ উভয় দেশই পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে জাতিসংঘ, জোটনিরপেক্ষ আন্দোলন, ওআইসির সহযোগিতায় আঞ্চলিক এবং বহু পাক্ষিক ফোরামে একে অপরকে সমর্থন করে আসছে।
আমি নিশ্চিত যে আপনার দায়িত্ব, অভিজ্ঞতা এবং মিশরের কূটনীতিক শিষ্টাচারে বৈদেশিক নীতি এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি আপনার সাফল্য কামনা করি ।
৫৮ বছর বয়সী ড. বদর আবদেল-আতি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সামেহ শোকরি এবং অভিবাসন ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. সোহা গেন্ডির স্থলাভিষিক্ত হয়েছেন। ১৯৮৯ সালে তিনি পেশাদার কূটনৈতিক হিসেবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
৩৫ বছরের কর্মজীবনে ড. বদর আবদেল-আতি বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং ইউরোপীয় ইউনিয়নে মিশরের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জার্মানিতে মিশরের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে ড. আতি পররাষ্ট্র বিষয়ক উপ-সহকারী মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতি বিভাগের পরিচালক ও ফিলিস্তিনি বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, জাপান এবং ইসরায়েলে মিশরীয় দূতাবাসে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স