ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

বিরামপুর থানা পরিদর্শনে সেনাবাহিনী

আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৯:৫০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৯:৫০:৪৩ অপরাহ্ন
বিরামপুর থানা পরিদর্শনে সেনাবাহিনী ছবি: সংগৃহীত
বিরামপুর থানা পরিদর্শনে আসেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন । ১২ আগস্ট বিকেল সাড়ে ৩টায় বিরামপুর থানা পরিদর্শনে আসেন সেনাবাহিনী সেভেন হর্স এর লে. কর্ণেল মশিহ্ উদ্দিন আহম্মেদ, মেজর আশিকুজ্জামান সহ সেনাবাহিনীর অন্যান্যরা । তাদের সাথে ছিলেন বিরামপুর।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। গনমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু তাহের, মাহমুদুল হক মানিক সহ অন্যান্যরা।
বিরামপুর সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক এরশাদ মিয়াসহ অফিসার ও ফোর্স সেনা কর্মকর্তাদ্বয়কে স্বাগত জানান।
এরপর সেনাকর্মকর্তাদ্বয় ও বিরামপুরের ইউএনও পুলিশবাহিনীর সকল অফিসার ও ফোর্সদের নিয়ে রুদ্ধদার আলোচনা করেন।
আলোচনা শেষে ব্রিফ গনমাধ্যম কর্মীদের সাথে ব্রিফ না করেই সেনাকর্মকর্তাদ্বয় আধিবাসী অধ্যস্যিত ধানজুড়ি এলাকা পরির্দশনে যান। ঐ বহরে বিরামপুর।উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ছিলেন।
আলোচনার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। বিস্তারিত এলাকা পরিদর্শন শেষে জানানো হবে।

 

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ