ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৬

আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১০:৪০:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:৪০:৪৩ পূর্বাহ্ন
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৬ ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় তাদের আটক করা হয়েছে।

ঘটনায় জড়িত থাকা সন্দেহে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে শাহবাগ থানায় হস্তান্তর করেন। পরে আরও একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. জালাল আহমেদ, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ ও ওয়াজিবুল আলম।

গ্রেপ্তারকৃতদের দুজেনের সুনির্দিষ্ট পরিচয় পাওয়া গেছে। জালাল আহমেদ ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মোহাম্মদ সুমন মিয়া মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তারা দুজনই আবাসিক শিক্ষার্থী।

এর আগে বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় মামলা করে ঢাবি প্রশাসন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহবাগ থানা পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়না তদন্তপূর্বক নিহতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩৫)।

ইতোমধ্যে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ