‘ইরান আমার জীবনের জন্য বড় হুমকি’ : ট্রাম্প
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাাম্প বলেছেন, ইরান তার জীবনের জন্য ‘বড় হুমকি’। বুধবার ট্রাম্পের নির্বচনী প্রচার দল মার্কিন গোয়েন্দারা তাকে তেহরানের ‘বাস্তব ও সুনির্দিষ্ট’ হুমকির বিষয়ে সতর্কতা করেছে বলে জানায়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাাটফর্মে লিখেছেন, ‘ইরান আমার জীবনের জন্য বড় হুমকি। সমগ্র মার্কিন সামরিক বাহিনী নজর রাখছে এবং কী ঘটে দেখার অপেক্ষায় আছে। ইরান ইতোমধ্যে এমন অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু তা সফল হয়নি। তবে তারা আবারো চেষ্টা করবে। অনেক বেশি মানুষ, বন্দুক ও অস্ত্র নিয়ে আমাকে ঘিরে রেখেছে, যা আমি আগে কখনো দেখিনি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain