চট্টগ্রামে ট্রাকচাপায় নারী পোশাককর্মী নিহত
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০২-১০-২০২৪ ০৫:৫৬:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৪ ০৫:৫৬:১০ অপরাহ্ন
চট্টগ্রাম নগরে ট্রাকচাপায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে পাহাড়তলী থানার অলংকার বিটেক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহত ওই নারীর নাম মোছাম্মৎ ঝুমুর। তিনি ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূর আলম আশেক বলেন, উল্টোদিক থেকে আসা একটি ট্রাক রাস্তায় ওই পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স