ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বৃহস্পতিবার পর্যন্ত নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি স্থগিত

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৬:১৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৬:১৯:১২ অপরাহ্ন
বৃহস্পতিবার পর্যন্ত নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি স্থগিত
দাবি মেনে নেওয়ার আশ্বাসে সারাদেশে বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা নার্সিং কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন পরিচালক পদে নার্সদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের প্রধান করা হবে এবং তিনি বা তার মনোনীত ব্যক্তিকে নির্বাচন করে পদায়ন করবেন। পরে মহাপরিচালক পদে নার্সদের মধ্য থেকে পদায়ন করবেন বলে আশ্বস্ত করেন।

ড. মো. শরিফুল ইসলাম আরও জানান, স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন পরবর্তীতে যেন আপনাদের মধ্য থেকে মহাপরিচালক পদে যেতে পারেন, নিয়োগবিধি ও অর্গানোগ্রাম একটি কমিটি তৈরি করা হয়েছে, সেখানে আপনাদের কমিটিতে রাখা হবে। পরবর্তীতে ডি জি এন এম থেকে একটি নিয়োগবিধি তৈরি হলে প্রধান উপদেষ্টাকে দিয়ে সেটি পাস করানো হবে।

সংস্কার পরিষদের আহ্বায়ক আরও বলেন, আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) সারাদেশে আমাদের কর্মবিরতি স্থগিত করছি। আগামী দুই কর্মদিবসের মধ্যে যদি মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে নার্সদের পদায়ন না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ