ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজীপুরে সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুমন গাজী
আপলোড সময় : ১৮-১১-২০২৩ ০৬:০৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৩ ০৬:০৩:১১ অপরাহ্ন
গাজীপুরে সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি:ভয়েস প্রতিদিন
গাজীপুরে সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের ষষ্ঠ ধাপের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৮ নভেম্বর) সকাল দশটা থেকে গাজীপুর সদর ও শ্রীপুরের ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়টি কেন্দ্রের মাধ্যমে প্লে থেকে দশম শ্রেণীর চার হাজার তিনশত শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বৃত্তি পরীক্ষার কেন্দ্র ছয়টি হলো- সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি, ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ, আব্দুল আওয়াল কলেজ, তমির উদ্দিন আলিম মাদ্রাসা, মনিপুর উচ্চ বিদ্যালয় এবং বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয়।

আজ বৃত্তি পরীক্ষার ষষ্ঠ ধাপের প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি

এডভোকেট আশরাফুল ইসলাম রতন, সুলতান উদ্দিন একাডেমির দাতা সদস্য শাহিন আহমেদ জিয়া, সাপিলা পাড়া শামীম মাস্টার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শামীম আহমেদ সহ অনেকেই। সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন বলেন, ২০১৮ সালে সুলতান উদ্দিন বৃত্তি প্রকল্পটি চালু করা হয়। বিগত প্রায় ছয় বছর যাবত কৃতিত্বের সাথে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে আসছে।

মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা অন্বেষণ করায় সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ