ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসন থেকে আওয়ামী মনোনয়নপত্র নিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন

জাকির পাটোয়ারী
আপলোড সময় : ১৯-১১-২০২৩ ০৭:৩৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৩ ০৭:৩৪:৪৩ অপরাহ্ন
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসন থেকে আওয়ামী মনোনয়নপত্র নিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন হাবিবুর রহমান পবন নেতা কর্মীদের সাথে মনোনয়নপত্র গ্রহণকালে

লক্ষ্মীপুর -১ রামগঞ্জ (২৭৪) সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, রামগঞ্জ গণমানুষের নন্দিত নেতা, বিশিষ্ট সমাজসেবক হাবীবুর রহমান পবন।
রোববার দুপুরে তিঁনি দলীয় কার্যালয় থেকে ফরম গ্রহন করেছেন। 
এ সময়ে রামগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জয়বাংলা ধ্বনিতে স্লোগান, শেখ হাসিনার সালাম নেন নৌকা মার্কায় ভোট দিন স্লোগানে স্লোগানে মেতে উঠেন।
হাবীবুর রহমান পবন বলেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ সংসদীয় আসনে হাজার হাজার নেতাকর্মী দলীয় মনোনয়ন দলের একনিষ্ঠ নেতাকর্মীদের দেখতে চান। 
 
তিঁনি বলেছেন গত ৫ বছরে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে। 
আমি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পদে থেকেও রামগঞ্জ দলের নেতাকর্মীদের নেতৃত্ব দিয়ে এসেছি। 
আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার একমাত্র চাওয়া -পাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চাই।
 
আমার নেত্রী যাহাকে দলের মনোনয়ন দিবেন কিংবা দিকনির্দেশনা দিবেন আমার দলের নেতাকর্মীদের নিয়ে নৌকার বিজয় করবো ইনশাল্লাহ। 
 রামগঞ্জ হাজার হাজার নেতাকর্মী দলীয় মনোনয়ন পরিবর্তন চান। 
 
আমি যখন রামগঞ্জ শান্তি সমাবেশ সহ সরকারের উন্নয়ন মূলক কাজের লিফলেট বিতরণ করেছি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, বিএনপি-জামাতের হরতাল, অবরোধ বিরোধী কর্মসূচী সহ সহযোগী সংগঠন দলীয় কর্মসূচীতে অংশগ্রহন ভূমিকা রেখেছি।
হাজার হাজার দলীয় নেতাকর্মীরা দলীয় মনোনয়ন পরিবর্তন দাবী জানিয়েছেন। 
কি কারণে জানিয়েছেন? তাহা আমার মুখে বলা মশকিল।
 
এ আসনে সরকারের দলীয় নেতাকর্মীদের কোন মূল্যায়ন করা হয়নি। তাহাদের চোখে-মুখে হতাশার শেষ নেই। একটাই দাবী জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হলে দলের যে কেউ মনোনয়ন পাওয়ার দাবী জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ