ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মানিকগন্জে আটক

মানিকগঞ্জে তিন আওয়ামী নেতা আটক

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০২:৫৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১১:১৩:৪৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে তিন আওয়ামী নেতা আটক
এ্যাড.শফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:-
মানিকগঞ্জের সাটুরিয়ায় নাশকতা মামলায় তিন আওয়ামী নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে সাটুরিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শিমুলিয়া এলাকার মৃত সোনা উল্লাহর পুত্র আনোয়ার হোসেন (৪০), দড়গ্রামের মো.আহসান উল্লাহর পুত্র যুবলীগ নেতা বিপ্লব হোসেন (৩০), ঘিওর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র মনজুর রহমান। মামলা সুত্রে জানা গেছে, বিগত ১৫ আগষ্ট পালন কেন্দ্র করে উপজেলার দড়গ্রাম উচ্চ বিদ্যালয় এলাকায় ১৩ আগষ্ট দুপুরে ছাত্রলীগ যুবলীগসহ নেতাকর্মীরা জরো হয়।

উপজেলার দড়গ্রাম এলাকায় পেট্রোলের আগুন জালিয়ে নাশকতার চেষ্টা করে। বাধা দিতে গেলে ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবর রহমানের হুকুমে কতিপয় সন্ত্রাসীরা ছাত্র দল নেতা শাহিন ও সোহাননের উপর হামলা চালিয়ে বেধম মারপিট করে।

এ ঘটনায় মো.শাহিন বাদী হয়ে ৩০/৪০ জনকে অজ্ঞাত করে প্রায় ৪০ জনের নামে সাটুরিয় থানায় মামলা দায়ের হয়। এরপর থেকে আসামীরা গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ায়। তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো ডেইলি বার্তা বাজার কে বলেন, উপজেলার দড়গ্রাম এলাকায় ১৩ আগষ্ট সন্ত্রসী কার্যকলাপ হামলা ও নাশকতার চেষ্টা অপরাধে মামলার উল্লেখিত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় অন্যদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ