লক্ষ্মীপুর -১ রামগঞ্জ (২৭৪) সংসদীয় আসন থেকে আওয়ামীলীগের ফরম গ্রহন করলেন সামছুল হক মিজান
আপলোড সময় :
২০-১১-২০২৩ ১০:২৭:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৩ ১০:২৭:৪২ অপরাহ্ন
লক্ষ্মীপুর থেকে, শত-শত নেতাকর্মীদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা (২৭৪) নং সংসদীয় লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের দলীয় ফরস গ্রহন করেছেন সামছুল হক মিজান।
সামছুল হক মিজান রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আবুধাবী শাখার সভাপতি, নব্বই দর্শকে রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন তুখোড় ছাত্র নেতা, বিশিষ্ট সমাজসেবক, গরীব দুঃখী, মেহনতী মানুষের পরমবন্ধু, আবুধাবি বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে দলীয় সাংগঠনিক কর্মকান্ডে বড় ধরনের ব্যায় করেন, পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক সহ দারিদ্র্যদের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ অনুধ্যান, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার শেখ সামছুল হক মিজান। তিঁনি রোববার ঢাকাস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে
বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় ফরম গ্রহন করেছেন। দলীয় ফরম নিতে গিয়ে সামছুল হক মিজান এর নেতৃত্ব রামগঞ্জ তৃনমুল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, মিজান ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন স্লোগানে উৎসাহ উদ্দীপনা মুখরিত করেছেন। এ সময় আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, সামছুল আলম, আবু তাহের খন্দকার,যুবলীগ নেতা ভিপি মনির হোসেন পাটোয়ারী, আনোয়ার হোসেন, সালাউদ্দিন, কামরুল ইসলাম, ফয়সাল পাটোয়ারী, মাহাদী হাসান জানিয়েছেন সামছুল হক মিজান রাজনীতি করেন রামগঞ্জ জনসাধারণের জন্য। গত ১০ বছরে তিঁনি লক্ষ্মীপুর জেলার সবগুলো আসনে তাঁর দান- অনুদান রয়েছে। তিঁনি ১০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর আগমনকে সাফল্য করতে বড় দরনের ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে ব্যয়, জেলা দলীয় নিজস্ব কার্যালয় নির্মাণে বড় দরনের ভূমিকা রেখেছেন। শেখ সামছুল হক মিজান জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত বছরখানেক যাবত আবুধাবিতে তাঁর ব্যবসায়ী কাজ রেখে দলের সাংগঠনিক কাজ করেছেন। তাঁর অনুদানে জেলা ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক কাজ কিছুটা হলেও চাঙ্গা। তিঁনি উপজেলার সবগুলো কলেজ,বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক, প্রাথমিক, কওমি,, দাখিল, আলিম,কামিল ও ফাজিল মাদ্রাসা
গুলোতে শিক্ষার্থীদের হাতে সরকারের উন্নয়ন মূলক কাজের লিফলেট বিতরণ করেছেন, উপজেলার প্রতিট ইউনিয়ন সহ পৌরশহরের প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের মাঝে সরকারের উন্নয়ন মূলক কাজের লিফলেট বিতরণ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিঁনি নৌকা মার্কায় ভোট ছেয়েছেন। তিঁনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্ত মোতাবেক যাহাকে মনোনয়ন দিয়েছেন তাঁর পক্ষে হাজার হাজার তৃনমুল নেতাকর্মীদের নিয়ে নৌকায় ভোট করেছেন। কয়েক লাখ টাকা ব্যয়ও করেছেন। নম্র ভদ্র বিনয়ী দলের দু:সময় দুর্দিনের বন্ধু সামছুল হক মিজান এর অনুদানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কর্মকান্ড পরিচালিত হয়েছে। দলের পাশাপাশি দারিদ্র্য পরিবারের পাশে বিপদেআপদে ছিলেন। ধর্মিয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, শিক্ষা
প্রতিষ্ঠান স্কুল,কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দিয়ে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন। সামছুল হক মিজান বলেছেন গত একাদশ সহ চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে দলে যাহাকে মনোনয়ন দিয়েছেন নেত্রীর মনোনীত প্রার্থীকে আমার সকল নেতাকর্মীদেরকে নিয়ে নৌকায় ভোট করেছি। এবারও জননেত্রী শেখ হাসিনা যাহাকে মনোনয়ন দিবেন আমার নেতৃত্ব নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থীকে বিজয় করবো ইনশাল্লাহ।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স