ফারুকীর ‘৪২০’র সিক্যুয়েল ‘৮৪০’ আটকে থাকার ৩ কারণ
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৭-১০-২০২৪ ১২:৩৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৪ ০৪:১৮:০৭ অপরাহ্ন
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাঙ্গ করে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন টিভি সিরিজ ‘৪২০’। ২০০৭-০৮ সালের ওই সিরিজ এতটাই প্রখর ছিল যে, শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল প্রচার। ওই সিরিজ থেকেই মূলত খ্যাতি পান নির্মাতা ফারুকী ও অভিনেতা মোশাররফ করিম। প্রায় ১৬ বছর পর আসছে ‘৪২০’ সিরিজের সিক্যুয়েল ‘৮৪০’।
‘৪২০’ টিভি সিরিজ হলেও, ‘৮৪০’ হবে ওয়েব সিরিজ। যদিও এখন পর্যন্ত সিরিজটির জন্য পরিবেশক খুঁজে বের করতে পারেননি নির্মাতারা। বেশ আগেই শুটিং সম্পন্ন হয়েছে সিরিজটির। অস্ট্রেলিয়া থেকেই অনলাইনে প্রযোজনা পরবর্তী কাজ শেষ করেছেন নির্মাতা। তবে ৩ কারণে সিরিজটি এখনও আলোর মুখ দেখছে না। গতকাল (৬ অক্টোবর) রোববার ফেসবুকে এই সিরিজ প্রসঙ্গে এক পোস্টে ফারুকী লিখেছেন, ‘আমি নিজেই এখনো জানি না এটা কোথায় এবং কী ফর্মে প্রচারিত হবে। আমরা কাজ করছি যেন অনেক অডিয়েন্সের কাছে যেতে পারি।’
পরিবেশক ও নির্মাণ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক কারণে ‘৮৪০’ নিয়ে ফারুকী ছিলেন মহা অনিশ্চয়তায়। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই অনিশ্চয়তা কেটে এক মহা সম্ভাবনার দুয়ার খুলে যায়। সিরিজটি বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রির জন্য চেষ্টা করে নির্মাতা প্রতিষ্ঠান ছবিয়াল। তবে রাজনৈতিক সংস্কৃতিকে বিদ্রুপ করা হয়েছে বলে এটি কেনার বিষয়ে অস্বস্তি বোধ করছিলেন প্রস্তাব পাওয়া পরিবেশকেরা।
সিরিজটি আটকে থাকার দ্বিতীয় কারণ এর দাম। আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া ফারুকীর এ সিরিজের দাম বেশ চড়া। েযৗক্তিক মূল্যে কেনা যাচ্ছে কি না ভেবেও সিরিজটি কিনছেন না প্রস্তাব পাওয়া পরিবেশকেরা। তা ছাড়া ফারুকীর সর্বশেষ নির্মাণ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ যতটা প্রচারণা পেয়েছে, নির্মাণ হিসেবে ঠিক ততটা সমাদর পায়নি। এমনকি ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’র ক্ষেত্রে বিষয়টি ছিল আরও প্রকট। তাই সংশয় তৈরি হতেই পারে, ‘৮২০’ কি অতিমূল্যে কেনা যায়?
অনির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হলেও ‘৮৪০’ চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে। এরপর সেটি অবমুক্ত হতে পারে কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের বদলে প্রেক্ষাগৃহে মুক্তি দিলে ‘৮৪০’ নামটি বদলেও যেতে পারে। গতকাল ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, “৪২০”র পরে আমার প্রথম পলিটিক্যাল স্যাটায়ার। অনেক দিনের পরিশ্রম। উত্তেজনাও অনেক বেশি। ক্যান নট ওয়েট ফর দ্য অডিয়েন্স টু ওয়াচ ইট।’
জানা গেছে, সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্ড দেখানো হয়েছে ‘৮৪০’-এ। গোপন সূত্রে জানা গেছে, এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। গত আগস্ট মাসে সিরিজটি নিয়ে ধারণা দিতে গিয়ে ফেসবুকে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম যে, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে, এটা কোন সাহসে বানালাম?’
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স