ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সাড়া ফেলেছে এসএম সোহেলের লেখা স্বপ্নীল-সাবার "প্রেমস্বর্গ "

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০১:৩১:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০২:১৪:১৫ অপরাহ্ন
সাড়া ফেলেছে এসএম সোহেলের লেখা স্বপ্নীল-সাবার "প্রেমস্বর্গ "
বিনোদন রিপোর্ট:-
প্রকাশের পর থেকেই আলোচনায় তরুন গায়ক স্বপ্নীল রাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবার একটি চমৎকার গান। গানটি লিখেছেন কণ্ঠশিল্পী ও গীতিকার সুরকার এসএম সোহেল। প্রেমস্বর্গ শিরোনামের গানটি রবিবার স্বপ্নীল রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সঙ্গীত করেছেন জনপ্রিয় কম্পোজার শাদ শাহ। "তুমি বৃষ্টি হয়ে এসে ভিজিয়ে দিও আমায়,আমি আলতো পরশ মেখে বাসবো ভালো তোমায়" এমন চমৎকার কথা মালার গানটি যেন ভালোবাসার এক মন মাতানো গীতিকথা। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওটির ক্যামেরায় ছিল জনপ্রিয় ডিওপি সোহেল খান,কালার এডিট করেছেন গুনী ভিডিও এডিটর শাহেদ ভিএফএক্স। গানটির প্রসঙ্গে জানতে চাইলে স্বপ্নীল রাজ বলেন,আমার এপর্যন্ত বেশ কয়েকটি মৌলিক গান বাজারে প্রকাশ পেয়েছে। এর মধ্যে প্রেমস্বর্গ গানটি আমার খুব প্রিয় একটি গান,গানটি অনেক সময় নিয়ে করা,আলহামদুলিল্লাহ গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি, সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। প্রসঙ্গে কণ্ঠশিল্পী সাবা বলেন,সবমিলিয়ে উপভোগ করার মত একটি গান প্রেমস্বর্গ,গানটির কথা সুর খুবই অসাধারণ, আমি চেষ্টা করেছি ভালো করার,স্বপ্নীল রাজ ও দারুন গেয়েছে গানটি,প্রকাশের পর থেকে গানটি সবার প্রশংসা কুড়াচ্ছে। সবার ভালোবাসা চাই। গানটির গীতিকার এসএম সোহেল বলেন,গানটি আমার লেখা গানগুলোর মধ্যে অসাধারণ একটি গান,স্বপ্নীল সাবা দুজনেই দারুন গেয়েছে গানটি,ভিডিও মেকিং ও ছিল বেশ,সবমিলিয়ে দারুণ একটি টিমওয়ার্কের গান প্রেমস্বর্গ, স্বপ্নীল রাজের প্রতি ভালোবাসা ও দোয়া রইল।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ