ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সাবেক এমপি বোমা মানিককে আদালত নেওয়া হয়েছে

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১০-১০-২০২৪ ১২:১৮:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৪ ১২:২৫:৩৪ অপরাহ্ন
সাবেক এমপি বোমা মানিককে আদালত নেওয়া হয়েছে
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

তিনি বলেন, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের মামলার সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বোমা মানিককে গ্রেফতার দেখিয়ে আজকে আদালতে তোলা হয়।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা করেন। মূলত এই মামলায় সাবেক এমপিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ