ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

তামিমের মন্তব্যে নেতিবাচক কিছু দেখছেন না কোচ সোহেল ইসলাম

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১০-১০-২০২৪ ১২:২১:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৪ ১২:২৪:৪৬ অপরাহ্ন
তামিমের মন্তব্যে নেতিবাচক কিছু দেখছেন না কোচ সোহেল ইসলাম
ভারতের মাটিতে বসে তামিম ইকবালের করা এক মন্তব্য নিয়ে দেশের ক্রিকেটে তোলপাড়। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের পর কে আসছেন? এরই মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনের মতো স্বদেশি কোচদের কাজে লাগানোর দাবি তুলেছেন অনেকে।

তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল মনে করেন না, এখনই দেশের কাউকে জাতীয় দলের হেড কোচ করার মতো পরিস্থিতি হয়েছে।

ভারতের 'স্পোর্টস্টার'কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি মনে করি না, এই মুহূর্তে বাংলাদেশের কেউ হেড কোচ হওয়ার মতো যোগ্য। এখন দুই-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু তাদের কাউকে হেড কোচের দায়িত্বে মানাবে বলে আমার মনে হয় না।’

তামিমের এই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে দেশের অন্যতম সেরা কোচ সোহেল ইসলাম তামিমের মন্তব্যে নেতিবাচক কিছু দেখছেন না। তার মতে, তামিম এভাবে কথাটা বলেননি।

জাগো নিউজের সঙ্গে আলাপে সোহেল ইসলাম বলেন, ‘তামিম আসলে যেটা বলেছে, সেটি অন্যভাবে। দেশি কোচদের সামর্থ্য অবশ্যই আছে। কোচিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। তবে আনুষাঙ্গিক অনেক বিষয় থাকে। দেশি কোচরা মিডিয়া এবং বোর্ড কর্তাদের প্রেসার নিতে পারবে কিনা, সেটা বড় প্রশ্ন। ধরুন, টানা দুটো ম্যাচ হারলেই কিন্তু আলাদা চাপ তৈরি হবে দেশি কোচ জাতীয় দলে থাকলে, যেটা বিদেশিদের বেলায় হয় না। তামিম হয়তো এই দিকটা ভেবে বলেছে।’

এদিকে দেশের আরেক প্রথিতযশা কোচ মোহাম্মদ সালাউদ্দিন এক গণমাধ্যমের সঙ্গে আলাপে বলেছেন, ‘তামিম সঠিক বলেছে। তবে কোনো একটা খেলোয়াড় জাতীয় দলে আসলে যেমন তাদের ৫ বছর সময় দেওয়া হয়। কোচদের সময় না দিলে তারা গড়ে উঠবেন কীভাবে?’

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ