দুর্ঘটনা
সাটুরিয়ায় ইট ভর্তি ট্রাক খাদে পরে নিহত -১, আহত- ৩
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১০-২০২৪ ১১:২৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১০-২০২৪ ১১:২৯:১৯ অপরাহ্ন
এ্যাড.শফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে ওমর আলী (৪০) নামে এক ব্যাক্তির নিহতের খবর পাওয়া গেছে।
এতে চালকসহ মারাতœক আহত হয়েছে অপর তিন জন। বুধবার বিকেলে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতেরা হচ্ছে ট্রাক চালক মোঃ ফয়সাল, শ্রমিক আবুবক্কর সিদ্দিক ও সুমন মিয়া। এসব শ্রমিকদের সকলের বাড়ি গাজীপুর জেলার কাশিমপুরের কোড্ডা এলাকায় বলে জানা গেছে।
আহত শ্রমিক সুমন মিয়া জানান, উপজেলার তারাবাড়ি এলাকায় মামুন ব্রিকস ভাটা থেকে ইট ভর্তি করে ট্রাকটি গাজিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময়ে তারাবাড়ি খালপাড় নামক স্থানে পৌছালে ব্রিজে উঠার আগ মুহুতে চালক ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পুরো গাড়িটি উল্টে গিয়ে খাদে পড়ে পানিতে ডুবে যায়।
এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিক ওমর আলী ট্রাকের নিচে চাপা পরে মারা যায়।
প্রত্যক্ষদর্শিরা জানান, এ এলাকায় সরু সড়ক দিয়ে ইট ভর্তি ট্রাক নেওয়া আগে থেকেই নিষেধ ছিল। নিষেধ অমান্য করে ঝুকি নিয়ে চালাতে গিয়ে আজ এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে সাটুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ মজিবর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাস্তাাটি সরু হওয়ায় ট্রাকটি উদ্ধার করতে সময় লাগে যায়। স্থানীয়দের সহযোগীতায় দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর নিহত শ্রমিক ওমর আলীর মৃত্যদেহটি উদ্ধার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স