ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৪ ১২:৫৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৪ ১২:৫৩:১৯ অপরাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ৯টি ইউনিট। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে দীর্ঘ দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে। মেডিসিন ইউনিটের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে সেটা জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ