গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনে আয়োজনে বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন কেজি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় হাজী নুরুল ইসলাম মডেল একাডেমী গিয়ে দেখা যায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীরা কেন্দ্রটিতে পরীক্ষায় অংশ নিয়েছে। এসময় বৃত্তি পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হাজী নুরুল ইসলাম মডেল একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম।
তিনি জানান, গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনে আয়োজনে জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার ৮শ ৭০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে হাজী নুরুল ইসলাম মডেল একাডেমীতে প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। ইস্কুলের বাইরে অভিভাবকরা অপেক্ষা করছে। আমরা আশা করছি এই পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীরা বেরিয়ে আসবে। এবং তাদেরকে দেখে অন্যরাও উৎসাহিত হয়ে ভালোভাবে লেখাপড়া করে তারাও ভালো রেজাল্ট করবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain